DBC News
চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন পালিত

চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন পালিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী আজ। নানা আনুষ্ঠানিকতায় তার জন্মদিন পালন করল নড়াইলবাসী। এদিকে, শিল্পীর বাড়ি নড়াইলের মাছিমদিয়ায় পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের  জন্মের পর বাবা মা নাম রাখেন লালমিয়া। নড়াইলে লালমিয়া নামেই পরিচিত ছিলেন তিনি। ৭০ বছরের বোহেমিয়ান জীবনে সুলতান তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন দেশ, মাটি ও মেহনতি মানুষের জয়গান।

১৯৫০ সালে ইউরোপের একটি প্রদর্শনীতে পাবলো পিকাসো, সালভাদর দালি, পলক্লী, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয় তাঁর বিশ্ববিখ্যাত ছবি ‘সমকালীন’।

নড়াইলে এই চিত্রশিল্পীর স্মৃতিরক্ষায় রয়েছে এসএম সুলতান কমপ্লেক্স ও সংগ্রহশালা। তবে সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে স্থাপনাগুলো।

একুশে পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননা ও স্বাধীনতা পদক অর্জন বরেণ্য এই শিল্পী।

এস এম সুলতানের ছবি সংরক্ষণে সরকারের পদক্ষেপ চায় নড়াইলবাসী।