DBC News
লেবাননে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক অনুষ্ঠিত

লেবাননে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক অনুষ্ঠিত

লেবানন সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ডক্টর নমিতা হালদারের সাথে বৈঠক করেছেন লেবাননের শ্রম মন্ত্রণালয়ের সচিব জর্জ আইদা। 

লেবানন থেকে জসিম উদ্দীন সরকার জানান, বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের সাথে লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে যত দ্রুত সম্ভব দু'দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।