DBC News
মালয়েশিয়ায় আহত শ্রমিককে বিডি ফোনের অনুদান

মালয়েশিয়ায় আহত শ্রমিককে বিডি ফোনের অনুদান

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক বাংলাদেশি শ্রমিককে অনুদান দিয়েছে বিডি ফোন। এছাড়া তাকে দেশে পাঠাতেও সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।

মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েল জানান, স্থানীয় সময় বুধবার মালয়েশিয়া হাইকমিশনে বিডি ফোনের ম্যানেজিং ডিরেক্টর এবিএম নাজরুল ইসলাম এ অনুদান তুলে দেন। বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি যাত্রার দিন থেকেই প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এনামুল হক নামের ওই শ্রমিককে নগদ ১ লাখ টাকা, ট্রাভেল পাস ও বিমানের টিকিট বিনামূল্যে দেয় বিডি ফোন কর্তৃপক্ষ। 

এ সময় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি ফরিদ আহমদ, বিডি ফোনের চিফ মার্কেটিং অফিসার মনির দেওয়ানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনামুল সম্প্রতি একটি প্রজেক্টে কাজ করা অবস্থায় তার বাম হাতের একটি আঙুল কেটে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিডি ফোনের কর্তৃপক্ষ এনামুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ডাক্তারের পরামর্শে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে বিডি ফোন। বৃহস্পতিবার একটি ফ্লাইটে এনামুলকে দেশে পাঠানোর কথা।