DBC News
জালিয়াতি চক্রের ৩৭ সদস্য আটক

জালিয়াতি চক্রের ৩৭ সদস্য আটক

বিসিএস, বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও সরকারি চাকরিতে নিয়োগ ও ভর্তিতে ডিজিটাল জালিয়াতি চক্রের ৩৭ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এই চক্রের সাহায্য নিয়ে অনেকেই বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছে বলেও জানিয়েছে সিআইডি। 

পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে দ্রুত তা সমাধান করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলে পরীক্ষার্থীকে সরবরাহ করত একটি চক্র। একবছর ধরে এ নিয়ে অনুসন্ধানের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রটির ৩৭ সদস্যকে আটক করা হয়।

আটক চারজনের কাছে প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পেয়েছে সিআইডি। সেই সাথে জব্দ করা হয়েছে বিসিএস পরীক্ষার বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র।  সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, এ চক্রের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি করে অনেকেই বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছে। 

আটকদের মধ্যে অলিপ কুমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ‘মাস্টার মাইন্ড’। কয়েক বছরে সে জালিয়াতির মাধ্যমে তিন কোটি টাকার বেশি আয় করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই বিশাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ফলে আগামী দিনে ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা কমবে বলে মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

আরও পড়ুন

সোনাইমুড়ি উপজেলায় শোকের ছায়া

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এক পরিবারের দুইভাইসহ আটজনের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে।  এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এছা...

মামলার রায় বাংলায় পড়ার আহ্বান জানালেন, প্রধানমন্ত্রী

উচ্চ আদালতের মামলার রায় বাংলায় পড়তে বিচারপতিদের প্রতি আহ্বান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিটিউটে আয়োজিত আন...

নাইকো দুর্নীতি মামলা: আদালতে হাজির হননি খালেদা জিয়া

ঘুম থেকে উঠতে না পারেননি বলে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া হাজির হননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। খালেদা জিয়া হাজির না হওয়...

কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ৪ জন আটক

কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে জড়িত চারজনকে রাজধানীর মতিঝিল থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি ও শিক্ষাবোর্ডে...