DBC News
উইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

উইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা এক মাসের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। তবে দলের সাথে ফেরেননি চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ।

সদ্য শেষ হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দু'টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। তবে এর আগে টেস্টে চরম ব্যর্থ হয় ক্রিকেটাররা। টেস্ট সিরিজের শুরুতেই ৪৩ রানে অলআউট হয়ে সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক এক রেকর্ড গড়ে। এছাড়াও অ্যান্টিগা টেস্টে তারা ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারে। আর কিংসটনে দ্বিতীয় টেস্টেও ১৬৬ রানে হেরে হোয়াইটওয়াশ হয়।

তবে এরপরই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ওয়ানডে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। ওয়ানডে সিরিজের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম ম্যাচ হারলেও পরের দু'টি ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। ২৭শে আগস্ট থেকে এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা।