DBC News
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইদ্রিস বাচ্চু নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ইদ্রিস।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চু ফেনী মহিপাল থানার চেয়ারম্যান বাড়ির আলী আসাদ ভূঁইয়ার পুত্র। মৃত  ইদ্রিস বাচ্চুর ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার মরদেহ বর্তমানে স্থানীয় জিদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে।