DBC News
দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর

ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মুক্তিযুদ্ধের জানা-অজানা নানা তথ্য ও ছবি দেখতে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর গাড়িতে ভিড় করছে আগ্রহী শিক্ষার্থীরা। তারা জানতে চেষ্টা করছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস।

দিনাজপুরে ১৭ই আগষ্ট পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে যাবে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর গাড়ি। প্রদর্শন করবে মুক্তিযুদ্ধের নানা বিষয় সম্পর্কে তথ্য ও ছবি। 

রাজধানীর বাইরে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ে জানা-অজানা নানা চিত্র-উপকরণ ও তথ্য দেখে ও জানতে পেরে দারুণ খুশি।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জানাতে এই ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনীর ব্যবস্থা নিয়েছে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধ ও স্বাধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের প্রামাণ্য চিত্রও প্রদর্শন করবে বলে জানালেন মুক্তিযুদ্ধ যাদুঘরের শিক্ষা কর্মসুচি সমন্বয়ক রনজিৎ কুমার। 

আর সরকারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষকরাও।