DBC News
বঙ্গবন্ধু ও বাঙালির শিক্ষা সংস্কৃতির স্বকীয়তা এবং বিকাশ শীর্ষক আলোচনা সভা

বঙ্গবন্ধু ও বাঙালির শিক্ষা সংস্কৃতির স্বকীয়তা এবং বিকাশ শীর্ষক আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ও বাঙালির শিক্ষা সংস্কৃতির স্বকীয়তা এবং বিকাশ শীর্ষক আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখেন মফিদুল হক, ড. মো: ওয়াহিদুজ্জামান, অসীম কুমার উকিল, গোলাম কুদ্দুস,মো:আব্দুল মান্নান ইলিয়াসসহ অনেকে।  

বক্তারা বলেন বাঙালির সংস্কৃতি ও শিক্ষার আদর্শ নিদর্শন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশজ লোকশিল্প,কারুশিল্প, সাহিত্য সংস্কৃতির উন্নয়নের জন্য বঙ্গবন্ধু আমৃত্যু কাজ করে গেছেন। বাংলার সংস্কৃতি হৃদয়ে ধারণ করে শিল্প সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি।  তাকে হত্যার পর এই দেশের সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা।