DBC News
সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম

সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম

দেশজুড়ে বৃষ্টি আর শিক্ষার্থীদের সড়ক অবরোধে, রাজধানীতে সবজি সরবরাহ হয়নি, তাই দাম চড়া। সেই সাথে বেড়েছে ডিমের দামও। তবে চাল, পেঁয়াজ, মাছ আর মাংসের দাম স্থিতিশীল আছে।

শেষ শ্রাবণের বৃষ্টি, আর শিক্ষার্থীদের আন্দোলনের কবলে পড়েছে রাজধানীর সবজি বাজার। গত এক সপ্তাহে শুধু কাঁচামরিচের দামই কেজিতে ২০ টাকা বেড়েছে। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।

সবজির পাশাপাশি বেড়েছে সব ধরণের ডিমের দাম। রমজানের ৭৫ টাকা ডজনের ডিম ক্রেতাদের কিনতে হচ্ছে ১শ' টাকায়।

তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। বাজারে মাছের সরবরাহ কম থাকলেও বাড়েনি ইলিশসহ অন্যান্য মাছের দাম। সেই সাথে আগের দামেই বিক্রি হচ্ছে গরু আর খাশির মাংস।

অপরিবর্তীত আছে চালের দাম।