DBC News
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভ্রাম্যমাণ বইমেলা

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভ্রাম্যমাণ বইমেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুরু হল বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা।

মঙ্গলবার বিকেলে, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজের যৌথ উদ্যোগে আগস্ট মাস জুড়ে অনুষ্ঠিতব্য এই বইমেলার উদ্বোধন করেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ সময় শিশু সাহিত্যিক অমল সাহা রচিত আমাদের জাতীর পিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।

ভ্রাম্যমাণ এই বইমেলা থেকে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ একশটি নির্বাচিত বই কেনার সুযোগ পাবেন পাঠকরা।

রাজধানীর পাশাপাশি গাজীপুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, নরসিংদী,ময়মনসিংহ, টুঙ্গিপাড়া, টাংগাইল, মানিকগঞ্জ, কুমিল্লা ও মুন্সিগঞ্জের পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এই মেলা।