DBC News
'প্লিজ শান্ত হও'

'প্লিজ শান্ত হও'

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী বাস চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার এবং ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে, আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি শিক্ষার্থীদের অনুরোধ করব প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।'

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের আরও বলেন, অকালে দু'টি প্রাণ ঝরে গেছে, এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকারও বসে নেই। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি আটক করা হয়েছে।'

গেল রবিবার দুপুর সাড়ে ১২টায়, জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে গেল দু'দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে।

আজ মঙ্গলবার সকাল থেকে, রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবরোধ ও ভাঙচুরের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

আরও পড়ুন

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

'আবাসিক ভবনে রাসায়নিক থাকলে কঠোর ব্যবস্থা'

পুরান ঢাকার আবাসিক ভবনে রাসায়নিক দ্রব্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।  পুরান ঢাকাকে নিরাপদ আবাসস্থল করতে...

ডাকসু'র মনোনয়ন বিতরণ চলছে

দ্বিতীয় দিনের মত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলছে। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল থেকে...

হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা

প্রাতিষ্ঠানিক চর্চা না থাকায় জয়পুরহাটে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা।  প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সাদ্রী ভাষার বই বিনামূল্যে দেয়া...