DBC News
'প্লিজ শান্ত হও'

'প্লিজ শান্ত হও'

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী বাস চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার এবং ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে, আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি শিক্ষার্থীদের অনুরোধ করব প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।'

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের আরও বলেন, অকালে দু'টি প্রাণ ঝরে গেছে, এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকারও বসে নেই। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি আটক করা হয়েছে।'

গেল রবিবার দুপুর সাড়ে ১২টায়, জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে গেল দু'দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে।

আজ মঙ্গলবার সকাল থেকে, রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবরোধ ও ভাঙচুরের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

আরও পড়ুন

রিফাত হত্যা মামলা: রিশানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বরগুনায় রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সকালে, বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্য...

রোহিঙ্গা পাচারচক্রের ১১ সদস্য আটক

রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ও মানবপাচারচক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে দুই রোহিঙ্গাসহ তিন নারীকে। বৃহস্পতিবার রাত...

ছেলের সাথে এইচএসসি পাস করলেন সেই অদম্য মলি রাণী

নাটোরের বাগাতিপাড়ায় এবার এইচএসসি পাস করলেন সেই অদম্য গৃহিণী মলি রাণী। বয়সের বাধাকে উপেক্ষা করে নাটোরের বাগাতিপাড়ায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর...

এবার নুসরাতের রেজাল্ট কাঁদাল স্বজন ও সহপাঠীদের

বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মৃত্যুর আগে দু'টি পরীক্ষায় অংশ নিতে পারেন ন...