DBC News
'প্লিজ শান্ত হও'

'প্লিজ শান্ত হও'

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী বাস চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার এবং ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে, আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি শিক্ষার্থীদের অনুরোধ করব প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।'

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের আরও বলেন, অকালে দু'টি প্রাণ ঝরে গেছে, এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকারও বসে নেই। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি আটক করা হয়েছে।'

গেল রবিবার দুপুর সাড়ে ১২টায়, জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে গেল দু'দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে।

আজ মঙ্গলবার সকাল থেকে, রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবরোধ ও ভাঙচুরের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

১০৭ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ড. শহিদুল আলম। মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান ড. শহিদুল আ...

'বর্ণচোরাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করবে জনগণ'

যাঁরা এখনো মুজিব কোট পড়েন, বঙ্গবন্ধুর কথা বলেন, তাঁরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে এবং খুনিদের পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর বিচার ৩০শে ডিসেম্বর দেশের জনগণ ত...

শুরু হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। যাতে অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী। ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...