DBC News
অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

আজ মঙ্গলবার চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এতে অভ্যন্তরীণ ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ এবং সরকারি খাতে ১০ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। এই মুদ্রানীতি সংযত ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে দাবি করেন গভর্নর।

এ সময় প্রশ্নোত্তর পর্বে উঠে এসেছে সাম্প্রতিক কেন্দ্রীর ভল্টের স্বর্ণ ইস্যুও। যদিও গভর্নর সাফ জানালেন, স্বর্ণের হিসেবে গড়মিল অসম্ভব। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন গভর্নর ফজলে কবির।

রপ্তানির নামে চার হাজার কোটি টাকা পাচার হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান জানান, চার হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন অনুসন্ধান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার কাছেও নথি পাঠানো হয়েছে বলেও জানান রাজী হাসান।

 

আরও পড়ুন

বুলবুলকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়েছে। একইসঙ্গে আজ বুধবার শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জ...

সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রীদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। দুর্নীতির অভিযোগে...

এবার মুদ্রানীতি হবে উদার ও বিনিয়োগবান্ধব

আসছে মুদ্রানীতিতে বেসরকারিখাতের ঋণের প্রবৃদ্ধি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের লাগাম টেনে বিনিয়োগ বাড়ানোর দলিল হওয়া উচিত...

দুই'শ কোটি টাকার সরকারি জমি বেদখল

চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের প্রায় দুইশ’ কোটি টাকার জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীদের সিন্ডিকেট। উপকূলীয় এলাকায় বেড়িবাধের জন্য এসব অধিগ্রহণ ক...