DBC News
অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

আজ মঙ্গলবার চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এতে অভ্যন্তরীণ ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ এবং সরকারি খাতে ১০ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। এই মুদ্রানীতি সংযত ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে দাবি করেন গভর্নর।

এ সময় প্রশ্নোত্তর পর্বে উঠে এসেছে সাম্প্রতিক কেন্দ্রীর ভল্টের স্বর্ণ ইস্যুও। যদিও গভর্নর সাফ জানালেন, স্বর্ণের হিসেবে গড়মিল অসম্ভব। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন গভর্নর ফজলে কবির।

রপ্তানির নামে চার হাজার কোটি টাকা পাচার হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান জানান, চার হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন অনুসন্ধান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার কাছেও নথি পাঠানো হয়েছে বলেও জানান রাজী হাসান।

 

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

'ভারত থেকে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে '

ভারত থেকে আরো ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। সূর্যমনি-কুমিল্লা নর্থ লিংকের মাধ্যমে জি টু জি'র আওতায় এই  বিদ্যুৎ আমদানি হবে বলে জানিয়েছেন বিদ্যু...

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতীয় অংশে মালামাল ওঠানামার কাজে অতিরিক্ত অর্থ নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।   এতে বেন...