নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে একটি বাসা থেকে উদ্ধার হওয়া মরদেহটি মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তারের। তিনি মডেলিংয়ের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করতেন। এছাড়া ‘টপটেন’ নামে চেইনশপের বিক্রয় কর্মকর্তা ছিলেন মাহমুদা।
সোমবার রাতে, আলামিননগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলার ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল ৩রা জুন বাসাটি ভাড়া নেন মাহমুদা আক্তার ও তার স্বামী।
সোমবার, ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে মাহমুদার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মাহমুদাকে হত্যার পর তার স্বামী তাদের কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।