DBC News
পল্লবীতে এজি ফুডের নতুন আউটলেট

পল্লবীতে এজি ফুডের নতুন আউটলেট

রাজধানীর পল্লবীর মিল্ক ভিটা রোডে দেশের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি ফুডের ৬৬তম আউটলেট উদ্বোধন হলো।

শনিবার বিকেলে ফিতা কেটে আউটলটটি উদ্বোধন করেন এজি এগ্রো ফুডসের বিপণন বিভাগের সহকারি মহাব্যবস্থাপক মোঃ রফিকুল আলম জিমিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। 

এদিকে উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ ছাড়। এসময় ক্রেতারা আকর্ষনীয় মূল্যে তাদের উৎপাদিত খাবারের স্বাদ নিতে পারবেন।