DBC News
ফিরোজা বেগমের জন্মদিন আজ

ফিরোজা বেগমের জন্মদিন আজ

কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন আজ। ১৯৩০ সালের ২৮শে জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মাত্র ১০ বছর বয়সে ফিরোজা বেগম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে গানের তালিম নেন। নজরুলের গান নিয়ে তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। 

১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। 

২০১৪ সালের ৯ই সেপ্টেম্বর সংগীতের এই কিংবদন্তি চলে যান না ফেরার দেশে। তার জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিল বিশ্বের প্রধান সার্চ ইঞ্জিন গুগল। গুগল তাদের ডুডলে স্থান দিয়েছে ফিরোজা বেগমের প্রতিকৃতি।