DBC News
একুশ শতকের দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

একুশ শতকের দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

একুশ শতকের দীর্ঘতম চন্দ্রগহণ হতে যাচ্ছে আজ। পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে। বাংলাদেশ থেকেও দেখা যাবে বিরল এই দৃশ্য।

কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান নিলে সূর্যের আলো থেকে চাঁদকে পুরোপুরি আড়াল করে ফেলে পৃথিবী।  আর এতে আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় চাঁদ। আর একেই বলা হয় চন্দ্রগ্রহণ।

এবারের চন্দ্রগ্রহণে পূর্ণগ্রাস চলবে এক ঘণ্টা ৪৩ মিনিট ধরে। আর, তা হবে এই শতকের দীর্ঘতম গ্রহণ। শুধু তাই নয়, ১০৪ বছর পর এতো দীর্ঘ সময় ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। 

আজ রাত ১১টা ১৩ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে। শেষ হবে রাত ৩টা ১৩ মিনিটে। আর আংশিক গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিটে। 

দীর্ঘস্থায়ী এ পূর্ণ চন্দ্রগ্রহণ ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে। এর আগে সর্বশেষ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায় চলতি বছরের ৩১ জানুয়ারি, যার স্থায়িত্ব ছিল ১ ঘণ্টা ১৬ মিনিট।

এই গ্রহণের সময় পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করছে চাঁদ। আর একারণেই গ্রহণ হবে দীর্ঘস্থায়ী। আর গ্রহণের সময় গাঢ় লাল রং ধারণ করবে চাঁদ। আর একে বলা হয় ব্লাড মুন। 

আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটি খালি চোখেই দেখা যাবে। এতে, চোখের ক্ষতি হওয়ারও কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ...

টিভি সম্প্রচারে সম্পূর্ণ প্রস্তুত স্যাটেলাইট

দেশের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার সেবাদানে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পূর্ণ প্রস্তুত। তবে এজন্য নতুন যন্ত্রপাতি কিনতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলা...