DBC News
শুরু হলো বাউলসঙ্গীত উৎসব

শুরু হলো বাউলসঙ্গীত উৎসব

'মানুষতত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে'।  লালনের এ দর্শনকে সঙ্গে নিয়ে বৃষ্টিভেজা শ্রাবণেই শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাউলসঙ্গীত উৎসব। শিল্পকলা একাডেমির এই আয়োজনে গান পরিবেশন করবেন দুই শতাশিক বাউল শিল্পী।

দেহের মাঝে যে চেতনা বিরাজ করছে, বাউলদের মতবাদে সে চেতনাই আত্মা। এ আত্মার সন্ধানেই বাউলদের সাধন ভজন।

অনুষ্ঠানের পাশাপাশি চলছে চিত্র প্রদর্শনী। সেখানে আছে ফকির বাউল নির্যাতনের প্রতিবাদের ছবি, আছে প্রবীণ বাউল সাধকের বিভিন্ন সময়ের চিত্র।

বাউলদের যত সাধনা যেনো তাদের একতারাতেই বাসা বাঁধলো অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে।