DBC News
এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হবে লিখিতভাবে

এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হবে লিখিতভাবে

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর থেকেই ফিরে আসছে লিখিত পরীক্ষা। এ বছরই এমসিকিউ পদ্ধতি বাতিল করে লিখিত পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে এমসিকিউর পাশাপাশি নেয়া হবে লিখিত পরীক্ষা।

সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা ধরনের জালিয়াতি ধরা পড়ছে কয়েকবছর ধরেই। এসব ঠেকাতে লিখিত পরীক্ষা নেয়ার পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

চলতি বছরই রাজশাহী, পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে লিখিত পদ্ধতিতে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর এমসিকিউ পদ্ধতি ব্যবহার করা হবেনা। এমসিকিউ পদ্ধতি নিয়ে বিতর্ক আছে, অনেকের মতেই এমসিকিউ পদ্ধতিতে মেধার যাচাই হয়না তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান অধ্যাপক ড. মীজানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও আগামীবছর থেকে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও এমসিকিউ পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম বলেন, যেহেতু শিক্ষার্থীদের জন্য আগে থেকে কোন পূর্ব নির্দেশনা ছিলো না তাই এবছর লিখিত পরীক্ষা শুরু না করে পরবর্তী বছরে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবে তাদের জানিয়ে রাখা হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও জানান পরবর্তী বছর থেকে এমসিকিউ পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে বলেও জানান।

আর শিক্ষাবিদরা মনে করেন, লিখিত পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাই সম্ভব হবে। ফলে যোগ্যরাই ভর্তির সুযোগ পাবেন।

শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম জানান, এমসিকিউ পদ্ধতিতে শিক্ষার্থীরা মেধার যাচাই করার সুযোগ পায়না আর এ পদ্ধতিতে তারা পরীক্ষা দেয়ার দক্ষতা অর্জন করছে কিন্তু জ্ঞান অর্জনে দক্ষ হচ্ছে না।

আরও পড়ুন

আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু মনোনয়ন পাবার দাবি

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনেকেরই দাবি দলের বার্তা পেয়েছেন তারা। এসব নিয়ে গণমাধ্যমগুলোও খবর প্রকাশ করছে। যাতে বলা হচ্ছে অনেক বড় বড়...

নির্বাচনের আগে ওয়াজ মাহফিল করতে ইসির নিষাধাজ্ঞা

আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে নিষাধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মধ্যরাতে জারি করা প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞায় বলা...

শুরু হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। যাতে অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী। ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...