DBC News
রবি ঠাকুরের গল্প নিয়ে পদাতিকের নাটক

রবি ঠাকুরের গল্প নিয়ে পদাতিকের নাটক

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে দেবাশীষ ঘোষের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চায়িত হলো নাটক 'সে'। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ নাট্যমঞ্চে নাটকটি মঞ্চস্থ করে পদাতিক নাট্য সংসদের কর্মীরা।

নাতনিকে গল্প শোনাতে গিয়ে বিশ্বকবি অবতারণা করতেন নানা তাৎক্ষণিক কাহিনীর। ছেলে ভোলানো সেসব গল্প যে প্রেক্ষাপটে শুরু হত, বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ফিরে তার শেষ হত সম্পূর্ন ভিন্ন দৃশ্যপটে।
 
শিশুমনের নানা অলিগলিতে কবিগুরুর অবাধ বিচরণের নিদর্শন নাটক সে। এতে কখনও উঠে আসে রাজা-রাণী ও রাজপুত্রের গল্প। কখনও উঠে আসে মানুষ হতে চাওয়া শেয়ালের গল্প।

লেখাপড়া করে মানুষ হতে চাওয়া শেয়াল পন্ডিতের নাকাল হওয়ার মত বিচিত্র সব কাহিনী নিয়ে রচিত রবি ঠাকুরের গল্প সে।