DBC News
নতুন দম্পত্তির আবেগি প্রেমের গল্প নিয়ে 'তোমার ঠিকানায়'

নতুন দম্পত্তির আবেগি প্রেমের গল্প নিয়ে 'তোমার ঠিকানায়'

বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে "তোমার ঠিকানায়" শিরোনামে মুক্তি পেলো মিউজিক ভিডিও। সজিব তানভির ও মিমের ডুয়েট গানের সংঙ্গীতায়ন করেছেন আহাদ ফাহিম যার কথা ও সুর করেছেন সাজুখান।

হার্ট টু ফ্রেম প্রোডাকশনের তত্ত্বাবধানে রোমান্টিক ঘরানার গানটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মশিউর রহমান। মিউজিক ভিডিওটিতে নতুন দম্পতির আবেগি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে বলে এই নির্মাতা জানান 'এই সময়ের দর্শক চাহিদা মাথায় রেখে আবেগি প্রেমের গল্প দৃশ্যবন্দি করা হয়েছে, যা দর্শকদের ভাল লাগবে। 

এ গানটির শিল্প নির্দেশনা দিয়েছেন খন্দকার তাহমিদ হাসান অশ্রু, চিত্র গ্রাহক মাহমুদুল হক সাইদ এবং প্রধান সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

এর আগে এই নির্মাতা নির্জো হাবিব এর "কল্পনার আড়ালে" গানটি নির্দেশনা দেন যা হার্টটুফ্রেম প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এইচ.টি.এফ প্রডাকশনস এ মুক্তি পায়।

এছাড়াও ওপাড়ের স্টুডিও, সবুজ ভেলভেট, পাহাড়ের ছায়া পাতাদের গান, ফানুস, এক্সক্লুসিভ ইন্টারভিউ, দুর পাহাড়ের গল্প, চতুর জামাইসহ অসংখ্য জনপ্রিয় নাটকের সহকারি নির্দেশক হিসেবে কাজ করেছেন মশিউর।

মীর সাব্বির ও পূর্ণিমা অভিনীত সিটিসেল টিনের চালে আর কত মিসকল দিবা, সাবেরি আলম অভিনিত ওলিন ভেজিটেবল ওয়েল, সাকিব আল হাসানের টিফিন বিস্কুটসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনেরও ছিলেন সহকারী পরিচালক।

সজিব তানভির ও আনিকা আক্তারের এ জুটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা  করছে মশিউর রহমান।