DBC News
আলিয়ঁস ফ্রসেজে চলছে একক চিত্রপ্রদর্শনী

আলিয়ঁস ফ্রসেজে চলছে একক চিত্রপ্রদর্শনী

রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রসেজের লা গ্যালারীতে চলছে শিল্পী হালিমুল ইসলাম খোকনের একক চিত্রপ্রদর্শনী।

প্রদর্শনীতে শিল্পীর অর্ধশত ছবিতে ফুটে উঠেছে জীবজগৎ ও প্রকৃতির বিমূর্ত নানা রুপ। শ্যাওলা ধরা দেয়ালের গায়ে দৃশ্যমান নানা জীবদেহের প্রতিমূর্তি উঠে এসেছে শিল্পীর তুলির আঁচড়ে।

এক্রিলিকে আঁকা চিত্রকর্মগুলোতে ফুটে উঠেছে গাছপাতা ফুলের চিরায়ত দৃশ্যাবলী।

সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।