DBC News
বস্ত্র ও পোশাকখাতে ভারতীয় বিনিয়োগ আহ্বান

বস্ত্র ও পোশাকখাতে ভারতীয় বিনিয়োগ আহ্বান

দেশের বস্ত্র ও তৈরি পোশাকখাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি, সিদ্দিকুর রহমান। আজ শনিবার দুপুরে, রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবনে ২৫ সদস্যের ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।

এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, ভৌগলিক ভাবে সুবিধাজনক অবস্থানে থাকার পরও বাংলাদেশ ও ভারতের বাণিজ্যি ঘাটতি অনেক বেশি। সিদ্দিকুর রহমান বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে স্থল বন্দরগুলোকে আরো গতিশীল করতে হবে। বন্দর সমস্যা ছাড়াও অশুল্ক বাধা দূর করতে প্রতিনিধি দলকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে ভারতে কটন ও টেক্সটাইল রপ্তানি উন্নয়ন কাউন্সিলের সভাপতি উজ্জল লাহটি এবং ভারতীয় দূতাবাসের চ্যাঞ্চারী শিতেন নর্ডন কার্গিয়াল উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববাজারে পোশাক ও বস্ত্রখাতে এক সাথে কাজ করার কথা জানান প্রতিনিধিদলের বক্তারা।