DBC News
প্রথম ওয়ানডে রবিবার

প্রথম ওয়ানডে রবিবার

রবিবার ক্যারিবীয় সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে সাতটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হোল্ডার-রাসেলদের বিপক্ষে লড়বে সাকিব-তামিমরা।

টেস্ট সিরিজে ভালো না করলেও ওয়ানডেতে ভালো করার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভাইস চ্যান্সেলরস একাদশের বিপক্ষে ৪ উইকেটের জয় দলকে অনুপ্রানিত করবে।

প্রস্তুতি ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি আর সাকিব না খেললেও মাহমুদুল্লাহর নেতৃত্বে নতুনদের অনুশীলনটা ভালোই হয়েছে বলে মনে করেন খেলোয়াড়রা। সফরের প্রথম জয়ের ম্যাচে রানে ফিরেছেন মুশফিকুর রহিম।

নতুন ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে প্র্যাকটিস সেশনগুলো কাজে লাগছে টাইগারদের। ২৩ তারিখে দলের সঙ্গে যোগ দেবেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।