DBC News
হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের আনন্দ পুরুষ, সহজ কথার কারিগর হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন বাংলাসাহিত্যের এই প্রবাদপ্রতীম লেখক।

শব্দের খেলায় মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার অদ্ভূত ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। সহজ কথাতো বটেই, খুব কঠিন কথাও সহজে বলতে জানতেন তিনি। প্রচন্ড রসবোধ আর মানবচরিত্র চিত্রনে হুমায়ুন ছিলেন বাংলা সাহিত্যের হিউমার মাস্টার।

গল্প, উপন্যাস, টেলিভিশন নাটক অথবা চলচ্চিত্র- যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। হিমু, মিসির আলি কিংবা বাকের ভাইয়ের মতো আলোড়ন তোলা অনেক অমর চরিত্রের স্রষ্টা তিনি।

শব্দের খেলায় কিংবা সেলুলয়েডের পর্দায় ভালোবাসাময় হৃদয়ে একেঁছেন বাঙালি মধ্যবিত্তের টানাপোড়েন আর সংগ্রামী জীবন। জীবদ্দশাতেই পান একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মাননা।

মৃত্যুর ছয় বছর পরও, বাঙালির প্রাণের মানুষ হয়ে আছেন গল্পের জাদুকর।

বর্ষা ও জোছনা প্রিয় হুমায়ুন আহমেদ ভালোবাসতেন নির্জন প্রকৃতি। নাগরিক কোলাহল ছেড়ে সবুজ ভালোবাসায় গড়ে তোলেন নুহাশ পল্লি।  সেখানেই বৃক্ষরাজির মাঝে শায়িত ভালোবাসার জাদুকর।