DBC News
টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি

টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরার্মশক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২২ তারিখ সিরিজের প্রথম ম্যাচ থেকেই দলের সাথে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাস্টম্যান; জানিয়াছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।  

প্রধান কোচের আন্ডারে থেকে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে ব্যাটিং করেছে সাকিব তামিমরা। ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজ হোয়াইটওয়াস হয় টাইগাররা। বিসিবির সাবেক ব্যাটিং কোচ সামারাবিরার পদত্যাগের পর দীর্ঘ দিন খালি পড়ে আছে সাকিবদের ব্যাটিং প্রশিক্ষকের পদটি। অবশেষে সেখানে যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি। সাউথ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪ টা ওডিআই ও ২ টি-টুয়ান্টি ম্যাচ খেলেন তিনি।
 
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর একাদশ। জ্যামাইকার সাবিনা পার্কে ম্যাচ শুরু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়াই লক্ষ্য বাংলাদেশের। উইন্ডিজদের বিপক্ষে সাদা বলেও যে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি তা ভালো করেই জানা টিম টাইগারসের। এ ম্যাচের মধ্য দিয়ে তাই গেইমপ্লানটা ঠিক করতে চায় মাশরাফীর দল। তবে প্রস্তুতি ম্যাচে দেখা নাও যেতে পারে অধিনায়ককে। দেরিতে রওয়ানা দেয়ায় এখনও জ্যামাইকায় পৌঁছাননি তিনি।

টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের। আত্মবিশ্বাসটা আরেকটু বাড়াতে চলছে কঠোর অনুশীলন। নতুন ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে ফিল্ডিং সেশন সেরেছেন তামিম-মুশফিকরা।