DBC News
২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান

২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান

পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারছেনা জিম্বাবুয়ে। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকরা হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। পাক বোলিং তোপে শুরুতেই বিপর্যয় ওদের। ৩২ রানে হারায় ৫ উইকেট। অভিষেকটা সুখকর হয়নি প্রিন্স মসভয়েরের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উসমান খানের শিকার ২৯ বছর বয়সী এ উদ্বোধনী ব্যাটসম্যান। একে একে ফিরেন মাসাকাদজা, মুসাকান্দা আর পিটার মুর। একপ্রান্ত আগলে রেখে লড়াইয়ের আভাস দেন চিবাবা। তবে, ১৬ রান করে ফাহিম আশরাফের শিকার হন তিনি। ক্যারিয়ার বেস্ট ২২ রানে ৫ উইকেট নেন ফাহিম।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন ইমাম-উল হক। এরপর আর বিপদ হতে দেননি ফখর জামান আর বাবর আজম। ৪০ ওভার ১ বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। ৪৩ রানে ফখর জামান আর ১৯ রানে অপরাজিত থাকেন বাবর আজম।