DBC News
কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবি

কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবীতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন থেকে সারাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি চাওয়া হয়।

গতকাল ১৭ই জুলাই কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। প্রক্টরের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামানের স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের খুঁজে বের করে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কারের দাবিও জানানো হয়।

আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

১০৭ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ড. শহিদুল আলম। মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান ড. শহিদুল আ...

'বর্ণচোরাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করবে জনগণ'

যাঁরা এখনো মুজিব কোট পড়েন, বঙ্গবন্ধুর কথা বলেন, তাঁরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে এবং খুনিদের পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর বিচার ৩০শে ডিসেম্বর দেশের জনগণ ত...

শুরু হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। যাতে অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী। ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...