DBC News
ভল্টের সোনায় কী হয়েছে তা খতিয়ে দেখা হবে; অর্থ প্রতিমন্ত্রী

ভল্টের সোনায় কী হয়েছে তা খতিয়ে দেখা হবে; অর্থ প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রক্ষিত সোনা বদলে যাওয়ার যে অভিযোগ উঠেছে, সরকার তা ‘আইনানুগভাবে’ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ সংরক্ষিতই আছে বলেও জানান তিনি। গভর্নর ও শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তার দাবি, প্রযুক্তিগত দুর্বলতার কারণেই স্বর্ণ পরিমাপে হিসাবের তারতম্য পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। 

বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, অর্থমন্ত্রী দেশে ফেরার পর ভল্টের স্বর্ণ আরেক দফা পরীক্ষা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের ভল্টের ৬ স্তরের নিরাপত্তা ভেদ করাটা অসম্ভব বলে মনে করেন প্রতিমন্ত্রী। যন্ত্রের ত্রুটি আর বাংলা ও ইংরেজি লেখার ভূলের কারণে হিসাবের সামান্য গড়মিল দেখা দিয়েছে বলে জানান তিনি। তবুও বিষয়টিকে ছোট করে দেখছেন না তিনি। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টা জানানোর কথাও জানান তিনি। বলেন, 'আমি এটা বলতে পারি, সেখানে আসলে কী হয়েছে- তা দেখা হবে।'

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে ভল্টের সোনা নিয়ে অভিযোগটি আলোচনায় আসে। ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগ ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। জমা দেয়ার সময় যা ৮০ শতাংশ বিশুদ্ধ সোনা হিসেবে গ্রহণ করে প্রত্যয়নপত্র দেয় বাংলাদেশ ব্যাংক, দুই বছর পর তা পরীক্ষা করে ৪৬ দশমিক ৬৬ শতাংশ সোনা পাওয়া গেছে। আর ২২ ক্যারেটের সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট। 

আরও পড়ুন

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে শুধু অবাধ বা সুষ্ঠ নয় বরং অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ এর আগে অবাধ নির্বাচন কর...

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি লন্ডন...

উৎসে কর বাতিল চান পোশাক রপ্তানিকারকরা

উৎসে কর একেবারে বাতিল চান পোশাক রপ্তানিকারকরা। তাদের যুক্তি, পুরো রপ্তানিমূল্যের কর কাটা নীতিগতভাবে ঠিক নয়। তবে এ যুক্তি মানতে নারাজ অর্থনীতিবিদরা। কেননা, কোন ব...

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ...