DBC News
ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে টাইগাররা

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে টাইগাররা

ক্যারিবীয় ভেন্যুতে মুমিনুল, মাহ্দুমুল্লাহদের ব্যাটিং হতাশ করেছে টাইগার সমর্থকদের। আত্মবিশ্বাসের অভাব, আর দল হয়ে খেলতে না পারাকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন নাফিজ।

টাইগারদের টেস্ট ইতিহাসে এর চেয়ে বাজে ব্যাটিং কবে করেছে সাকিব তামিমরা? উত্তর কোন দিনও না,  লজ্জার এ টেস্ট সিরিজ হারের পেছনে মুল কারন যে তামিম মুশফিকদের ব্যাটিং ব্যার্থতা সে কথাই বললেন জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফিস। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের কামব্যাক পারফরমেন্সে আশাবাদী জাতীয় দলের এই ক্রিকেটার।

এদিকে, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা ভুলে ওডিআই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দলের সাথে যোগ দিতে গতকাল রাতে দেশ ছেড়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

স্যাবাইনা পার্কে অনুশীলন করেছে বাংলাদেশ দল। উইন্ডিজের বিপক্ষে ২৮ ওয়ানডে খেলে ৭টিতে জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে দুবার সিরিজ জেতার সুখস্মৃতিও আছে সাকিব-তামিমদের। ওয়ানডেতে ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশ সবশেষ খেলেছে ২০১৪ সালে। ২২শে জুলাই শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ১৯শে জুলাই জ্যামাইকায় হবে প্রস্তুতি ম্যাচ।