DBC News
হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের নতুন কর্মসূচি

হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের নতুন কর্মসূচি

কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে, আগামী ১৯শে জুলাই বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশ ডেকেছেন তারা।  আর ২৩শে জুলাই বটতলার সামনে নিপীড়নবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান তারা।

এর আগে, গেলো রবিবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কিন্তু সেখানে আগে থেকেই নিপীড়িত শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান করছিল আরেকদল শিক্ষার্থী। পরে, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারে মানববন্ধনের জন্য অবস্থান নিলে বিনা উস্কানিতে সেখানেও মুখোমুখি হয় নিপীড়িত শিক্ষার্থীরা। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয়া শিক্ষকরা উসকানিমূলক আচরণের তীব্র সমালোচনা করেন। আটক রাশেদের মা তার ছেলের মুক্তির দাবি করেন। অন্যদিকে, পাল্টা বক্তব্য দিয়ে শিক্ষকদের সমালোচনা করেন নিপীড়িত শিক্ষার্থীরা।

এক সময় শহীদ মিনারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে করে টিএসসির দিকে চলে যায়।

কিন্তু আন্দোলনকারীদের অতিক্রম করে আবারো তাদের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে নিপীড়িত শিক্ষার্থীরা। পরে হঠাৎ আন্দোলনকারীদের ওপর হামলা করে তারা।

আরও পড়ুন

আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু মনোনয়ন পাবার দাবি

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনেকেরই দাবি দলের বার্তা পেয়েছেন তারা। এসব নিয়ে গণমাধ্যমগুলোও খবর প্রকাশ করছে। যাতে বলা হচ্ছে অনেক বড় বড়...

নির্বাচনের আগে ওয়াজ মাহফিল করতে ইসির নিষাধাজ্ঞা

আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে নিষাধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মধ্যরাতে জারি করা প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞায় বলা...

শুরু হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। যাতে অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী। ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...