DBC News
হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের নতুন কর্মসূচি

হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের নতুন কর্মসূচি

কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে, আগামী ১৯শে জুলাই বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশ ডেকেছেন তারা।  আর ২৩শে জুলাই বটতলার সামনে নিপীড়নবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান তারা।

এর আগে, গেলো রবিবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কিন্তু সেখানে আগে থেকেই নিপীড়িত শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান করছিল আরেকদল শিক্ষার্থী। পরে, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারে মানববন্ধনের জন্য অবস্থান নিলে বিনা উস্কানিতে সেখানেও মুখোমুখি হয় নিপীড়িত শিক্ষার্থীরা। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয়া শিক্ষকরা উসকানিমূলক আচরণের তীব্র সমালোচনা করেন। আটক রাশেদের মা তার ছেলের মুক্তির দাবি করেন। অন্যদিকে, পাল্টা বক্তব্য দিয়ে শিক্ষকদের সমালোচনা করেন নিপীড়িত শিক্ষার্থীরা।

এক সময় শহীদ মিনারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে করে টিএসসির দিকে চলে যায়।

কিন্তু আন্দোলনকারীদের অতিক্রম করে আবারো তাদের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে নিপীড়িত শিক্ষার্থীরা। পরে হঠাৎ আন্দোলনকারীদের ওপর হামলা করে তারা।

আরও পড়ুন

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতের অংশে মালামাল ওঠানামা করার সময় বকশিস নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।এতে বেনাপোল স্থলবন্দ...

জিডিপি প্রবৃদ্ধির সুফল পাচ্ছেনা অর্থনীতি; বাড়ছেনা কর্মসংস্থান

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও স...

'আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করা হবে'

আগ্রহী সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে, সচিবালয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের...

মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের সুপারিশ করে প্রতিবেদন

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোনো কোটা না রাখার সুপারিশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন জমা দিয়েছে কোটা পর্যালোচনায় গ...