DBC News
জ্যামাইকা টেস্টেও ১৬৬ রানের হারার বাংলাদেশের

জ্যামাইকা টেস্টেও ১৬৬ রানের হারার বাংলাদেশের

জ্যামাইকা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এর কাছে ১৬৬ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিলো স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বির্পযয়ে পড়ে বাংলাদেশ। শূন্য রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। এরপর সেট হয়েও ফিরে যায় লিটন দাশ ও মুমিনুল হক। মাঝে সাকিব-মুশফিকের ৫৪ রানের জুটি স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত তা আর বেশি লম্বা হয়নি। এ দুইজন ফিরে যাওয়ার পর কেউ আর বেশি সময় টিকতে পারেননি উইকেটে। 

ফলে তৃতীয় দিনেই ১৬৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নেয় ১৬৬ রানে। দলের হয়ে সর্ব্বোচ্চ ৫৪ রান করেন সাকিব। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৯ রান অল আউট হয় স্বাগতিকরা। সাকিব নেন ৬ উইকেট। ২২ তারিখ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মাঠে নামবে দুই দল।