DBC News
নাট্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

নাট্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

"নাটকে রেখেছি আস্থা, নাটকেই জয়" স্লোগানে সিলেটে অনুষ্ঠিত হলো সম্মিলিত নাট্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন।

সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

এ সময় সিলেটের ২২টি নাট্য সংঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন নাট্য আন্দোলনের মাধ্যমে দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করতে নাট্য পরিষদের সকল সদস্য কাজ করে যাচ্ছে।