DBC News
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ রাতে

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ রাতে

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে ফ্রান্স ও বেলজিয়াম। শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে সেমিফাইনাল ম্যাচটি।

টুর্নামেন্ট শুরুর আগে ডার্ক হর্স ভাবা হলেও এখন পাওয়ার হাউসে পরিণত হয়েছে বেলজিয়াম। মেগা স্টেজের প্রেশার নেয়ার মতো যথেষ্ট শক্তিশালী খেলোয়াড়দের নার্ভ, প্রমাণিত হয়েছে ব্রাজিলের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে।

মিডফিল্ড কোয়ালিটির কারণে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ফরম্যাশন বদল হতে পারে। তবে সেমিফাইনালে দলের গুরুত্বপূর্ণ অংশ টমাস মুনিয়েরকে পাচ্ছেন না বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ।

অন্যদিকে, ফেভারিট হিসেবে আসর শুরু করলেও গ্রুপ স্টেজে নজরকাড়া ফুটবল উপহার দিতে পারেনি ফ্রান্স। তবে ছন্দে ফেরে নক-আউট পর্বে। আক্রমণাত্মক ফুটবল খেলে টুর্নামেন্ট থেকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনাকে। এরপর উরুগুয়ের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে দিদিয়ের দেশমের দল।