DBC News
আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প

আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প

পরিবেশ বান্ধব শিল্পের সুফলের পরিবর্তে, উল্টো আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প। কারণ, ট্যানারি স্থানান্তরের দেড় বছরেও পুরোপুরি প্রস্তুত হয়নি সাভার চামড়া শিল্প নগরী। ভাঙ্গাচোরা রাস্তাঘাট, ডাম্পিং ইয়ার্ডের দুর্গন্ধ, অসম্পূর্ণ বর্জ্য পরিশোধনাগার প্রতিদিন দুষিত করে তুলছে চারপাশের পরিবেশ। 

শুধু রাস্তাই নয়, কারখানার আশপাশও ভর্তি কালো পানিতে। সাথে দমবন্ধ করা দুর্গন্ধ। সময় চলে গেছে ১৪ বছর। শিল্প নগরী চালু হয়েছে এমন ভোগান্তিকে সঙ্গী করেই। এসব নিয়ে অ্যাপেক্স ট্যানারির নির্বাহী পরিচালক এম এ মাজেদ বলেন, 'রাস্তার অবস্থা এতই খারাপ যে বিদেশিদের কেউ দেখার পর এখানে আর আসেন না আবার কেউ শুনে আসেন না। তারা মনে করেন এখানে আসার পরিবেশ সেভাবে গড়ে ওঠেনি।'  

অভিযোগ আছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার-সিইটিপি নিয়েও। চারটি মডিউল তৈরি হলেও, সবসময় চালু থাকে না। অথবা পুরোপুরি পরিশোধন
না করেই পানি ছেড়ে দেয়া হয় পাশের ধলেশ্বরীতে। 

সাভার শিল্পনগরীর শেষ প্রান্তের বিশাল বিষাক্ত বর্জ্যের ভাগাড় থেকে ধলেশ্বরীর রক্ষকবচ একচিলতে মাটির বাধ। অতিবৃষ্টিতে উপচে পড়লেই মিশে যাবে নদীতে। অথচ, সলিড ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিলো এখান থেকেই। কথা ছিলো শুরু হবে স্লাজ পাওয়ার জেনারেশন সিস্টেম বা এসপিজিএস তৈরির কাজ। কিন্তু চুড়ান্ত হয়নি তার নকশা।

আরও পড়ুন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে...

'কাউন্সিলের জন্য ১১টি উপকমিটির খসরা তৈরি করা হয়েছে'

জাতীয় কাউন্সিলের প্রস্তুতি হিসেবে ১১টি উপকমিটির খসরা করা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কা...

ডিএসইতে ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন

গত ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেইসাথে কমেছে লেনদেনও।প্রধান সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৮ পয়েন্টে। যা ২০১৬'র ১২ই ডিস...

'পদ্মাসেতু উদ্বোধনের দিনই চলবে ট্রেন'

২০২১ সালে পদ্মা সেতু উদ্বোধনের সময়ই ট্রেন চলাচল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার, সকালে রেলভবনে চীন সফর নিয়ে সংব...