DBC News
আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প

আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প

পরিবেশ বান্ধব শিল্পের সুফলের পরিবর্তে, উল্টো আর্ন্তজাতিক ক্রেতা হারাচ্ছে দেশের চামড়া শিল্প। কারণ, ট্যানারি স্থানান্তরের দেড় বছরেও পুরোপুরি প্রস্তুত হয়নি সাভার চামড়া শিল্প নগরী। ভাঙ্গাচোরা রাস্তাঘাট, ডাম্পিং ইয়ার্ডের দুর্গন্ধ, অসম্পূর্ণ বর্জ্য পরিশোধনাগার প্রতিদিন দুষিত করে তুলছে চারপাশের পরিবেশ। 

শুধু রাস্তাই নয়, কারখানার আশপাশও ভর্তি কালো পানিতে। সাথে দমবন্ধ করা দুর্গন্ধ। সময় চলে গেছে ১৪ বছর। শিল্প নগরী চালু হয়েছে এমন ভোগান্তিকে সঙ্গী করেই। এসব নিয়ে অ্যাপেক্স ট্যানারির নির্বাহী পরিচালক এম এ মাজেদ বলেন, 'রাস্তার অবস্থা এতই খারাপ যে বিদেশিদের কেউ দেখার পর এখানে আর আসেন না আবার কেউ শুনে আসেন না। তারা মনে করেন এখানে আসার পরিবেশ সেভাবে গড়ে ওঠেনি।'  

অভিযোগ আছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার-সিইটিপি নিয়েও। চারটি মডিউল তৈরি হলেও, সবসময় চালু থাকে না। অথবা পুরোপুরি পরিশোধন
না করেই পানি ছেড়ে দেয়া হয় পাশের ধলেশ্বরীতে। 

সাভার শিল্পনগরীর শেষ প্রান্তের বিশাল বিষাক্ত বর্জ্যের ভাগাড় থেকে ধলেশ্বরীর রক্ষকবচ একচিলতে মাটির বাধ। অতিবৃষ্টিতে উপচে পড়লেই মিশে যাবে নদীতে। অথচ, সলিড ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিলো এখান থেকেই। কথা ছিলো শুরু হবে স্লাজ পাওয়ার জেনারেশন সিস্টেম বা এসপিজিএস তৈরির কাজ। কিন্তু চুড়ান্ত হয়নি তার নকশা।

আরও পড়ুন

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতের অংশে মালামাল ওঠানামা করার সময় বকশিস নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।এতে বেনাপোল স্থলবন্দ...

জিডিপি প্রবৃদ্ধির সুফল পাচ্ছেনা অর্থনীতি; বাড়ছেনা কর্মসংস্থান

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও স...

বগুড়ায় এগিয়ে চলেছে এসডিজি কার্যক্রম

বগুড়ায় দ্রুত এগিয়ে চলছে টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি'র আওতায় 'দারিদ্র ও ক্ষুধামুক্ত' কার্যক্রম। এরই মধ্যে প্রতিটি উপজেলায় দরিদ্র, অতিদরিদ্র, ভূমিহীন এবং ভিক্ষুকদে...

জিডিপি প্রবৃদ্ধির সুফল পাচ্ছেনা অর্থনীতি; বাড়ছেনা কর্মসংস্থান

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও স...