DBC News
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ার আহ্বান

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ার আহ্বান

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। শনিবার জাতীয় যাদুঘরে আয়োজিত 'সম্প্রীতি বাংলাদেশ' নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশে অশুভ শক্তি রুখতে আন্তঃধর্মীয় সম্প্রীতির ওপর জোর দেন তারা।

ধর্মের দোহাই দিয়ে যারা মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিলেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। বলেন, অর্থনীতির সূচকে দেশ এগিয়ে গেলেও দেশের ভাবমূর্তি নির্ভর করে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর।

আন্তধর্মীয় সম্প্রীতির জন্য পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে বলে জানান এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান উপস্থিত হতে না পারলেও, ভিডিও বার্তায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে 'সম্প্রীতি বাংলাদেশ'- এর আহবায়ক পীযুষ বন্দোপাধ্যায় সবাইকে নিয়ে এখন এক হয়ে লড়ার ইচ্ছা প্রকাশ করেন।