DBC News
ময়মনসিংহে পুনর্বাসন কেন্দ্রে মাদকাসক্ত ভর্তি বাড়ছে

ময়মনসিংহে পুনর্বাসন কেন্দ্রে মাদকাসক্ত ভর্তি বাড়ছে

মাদকবিরোধী অভিযানের পর থেকে ময়মনসিংহে পুনর্বাসন কেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে ভিড় বাড়ছে মাদকাসক্তদের। 

আগে প্রতি মাসে ৫ থেকে ৭ জন মাদকসেবী চিকিৎসা নিতে আসত ময়মনসিংহের বিভিন্ন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে অনেক বেশি হারে চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন লোকজন।

এখন প্রতিটি পুনর্বাসন কেন্দ্রে ১০টি আসনের বিপরীতে এরই মধ্যেই ভর্তি রয়েছে ২০জন করে। পুলিশি হয়রানি ও গ্রেপ্তার এড়াতে পরিবারের লোকজন তাদের এখানে ভর্তি করে দিয়েছে বলে জানালেন ভর্তি হওয়া মাদকাসক্তরা।

এসব মাদকাসক্তের ভিড়ে যাতে মাদক ব্যবসায়ীরা রোগী সেজে ভর্তি হতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে বলে জানালেন এসব পুনর্বাসন কেন্দ্রের পরিচালকরা।

এদিকে, মাদকবিক্রেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের কেউ যাতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলোতে লুকিয়ে থাকতে না পারে সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী।

ময়মনসিংহ শহরে ১৮টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থাকলেও এগুলোর মধ্যে মাত্র ১০টিরই সরকারের অনুমোদন রয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার-৪ আসনে দলীয় সমর্থনের আশায় মনোনয়ন প্রত্যাশীরা

রোহিঙ্গা ইস্যু, ইয়াবা, মানবপাচার ও চোরাচালানসহ নানা কারণে কক্সবাজার-৪ আসন সব দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। তফসিল ঘোষণার পর, দলীয় সমর্থনের আশায় মনোনয়ন ফরম সংগ্রহ ক...

ঘূর্ণিঝড় সিডরের আতঙ্ক ১১ বছরেও কাটেনি

আজ ১৫ই নভেম্বর। ২০০৭ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন-সিডর। ১১ বছর পরও সেই প্রাকৃতিক দুর্যোগের ক্ষত বয়ে বেড়াচ্ছ...

'গত ১০ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে'

জনগণকে উন্নত সেবা দিতেই গত ১০ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। আগামী নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিলে, সরকারের অসমাপ্ত কাজগুলো শেষ করা সম্ভব হবে...

৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে

দেশে প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুকিঁতে আছেন। আর প্রতিবছর ৭ হাজার ২শ' নারী স্তন ক্যান্সারের কারণে মারা যাচ্ছেন। সচেতনতা তৈরিই এই রোগের...