DBC News
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কোটা সংস্কার আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি না থাকলেও কোটা আন্দোলনকারীদের হয়রানি না করা ও মুক্তির দাবি জানিয়েছেন তারা, পাশাপাশি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনের পক্ষে থাকা শিক্ষার্থীরা। তবে, আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। 

কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি  অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে বাণিজ্য অনুষদ ঘুরে লাইব্রেরির সামনে অবস্থান নেয়। এ সময় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধের দাবী জানান তারা।

দুপুরে, কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মশিউর রহমানের মুক্তির দাবিতে  সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় তাকে মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

তবে, কোটা সংস্কার আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির অভিযোগ এনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব উপস্থিতি দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের দাবী, সকাল থেকেই স্বাভাবিকভাবে চলছে ক্লাস-পরীক্ষা।

আরও পড়ুন

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতের অংশে মালামাল ওঠানামা করার সময় বকশিস নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।এতে বেনাপোল স্থলবন্দ...

জিডিপি প্রবৃদ্ধির সুফল পাচ্ছেনা অর্থনীতি; বাড়ছেনা কর্মসংস্থান

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও স...

'আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করা হবে'

আগ্রহী সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে, সচিবালয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের...

মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের সুপারিশ করে প্রতিবেদন

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোনো কোটা না রাখার সুপারিশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন জমা দিয়েছে কোটা পর্যালোচনায় গ...