DBC News
সুরঙ্গনার যুগপূর্তি

সুরঙ্গনার যুগপূর্তি

সুরঙ্গনা ললিতকলা একাডেমির এক যুগপূর্তি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন লায়লা হাসান। রাজধানীর সাংস্কৃতিক চর্চায় ও শিল্পী তৈরির ক্ষেত্রে এক যুগ ধরে কাজ করে যাচ্ছে সুরঙ্গনা ললিতকলা একাডেমি।

যুগপূর্তি আয়োজনে নৃত্য ছন্দে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন সংগঠনের শিল্পীরা। নৃত্যমুদ্রায় ফুটে ওঠে অন্ধকারের দেয়াল ভেদ করে বিচ্ছুরিত আলোর প্রতিচ্ছবি।

সংগঠনের শিল্পীদের সুরে সুরে উচ্চারিত হয় রবি ঠাকুরের প্রগাঢ় জীবনদর্শন। শিশু শিল্পীদের নৃত্যমুদ্রায় মুর্ত হয়ে ওঠে কল্পবাস্তবতার নানা দৃশ্যপট।