DBC News
আঁলিয়স ফ্রঁসেজে চলছে মনজুর রশীদের একক চিত্রপ্রদর্শনী

আঁলিয়স ফ্রঁসেজে চলছে মনজুর রশীদের একক চিত্রপ্রদর্শনী

রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজে চলছে শিল্পী মনজুর রশীদের একক চিত্রপ্রদর্শনী। মঙ্গলবার বিকেলে লা গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। 

সময়ের বর্ননা শীর্ষক এই চিত্রপ্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ৩৫টি চিত্রকর্ম। শিল্পীর তুলিতে ফুটে উঠেছে প্রকৃতি আর মানুষের দৈনন্দিন জীবনের নানা দৃশ্যপট। জলরঙ এর খেলায় তিনি ফুটিয়ে তুলেছেন ফুল পাখি আর মাতৃস্নেহের নানা বর্ণীল প্রতিচ্ছবি। প্রদর্শনী চলবে আগামী ৩রা জুলাই পর্যন্ত।