DBC News
বনসাই প্রদর্শনী

বনসাই প্রদর্শনী

চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে শেষ হয়েছে লায়লা আহমেদের একক বনসাই প্রদর্শনী।

প্রদর্শনীতে ছিল লায়লা আহমেদের তৈরি প্রায় সারে তিনশ বনসাই। বট, পাকুড়, চায়নিজ বট, ঝাউ এর পাশাপাশি করমচা, পেয়ারার মত দেশীয় ফলগাছের বনসাই ছাড়াও নানা ফুলগাছের বনসাই নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী।

বিশাল বৃক্ষকে বিভিন্ন কৌশলে বনসাই করে রাখার চায়নিজ পদ্ধতি নিয়ে বনসাই শিল্পী লায়লা আহমেদ বিশ বছর ধরে কাজ করছেন। প্রদর্শনীতে রয়েছে দুই বছর থেকে শুরু করে বিশ বছর পুরনো বনসাই।

২৩শে জুন শুরু হয়ে মায়াবী বনসাই শীর্ষক এই প্রদর্শনী চলে ২৯শে জুন পর্যন্ত।