DBC News
চারুকলায় বর্ষা উৎসব

চারুকলায় বর্ষা উৎসব

১২ মাসে তেরো পার্বণের এই দেশে বর্ষা নিয়ে আসে নতুন বার্তা। আর মধ্য আষাঢ়ে নগরে বর্ষা উৎসব শহরবাসীকে মুখোমুখি করে দেয় আবহমান বাংলার। উৎসবে প্রকৃতি প্রেম আর ঋতু বৈচিত্র্যকে তুলে ধরা হয় গভীরভাবে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়, নাচে-গানে-কবিতায় সাজানো ছিল এবারের বর্ষা উৎসব।

বর্ষপঞ্জির হিসেবে আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও এবার বর্ষা এসেছে আগে-ভাগেই। বৃষ্টির দাপট ছিলো গ্রীষ্মকাল জুড়েই। তবে বাঙালির বর্ষাপ্রেম এতো হিসেব-নিকেশ দিয়ে হয় না। তাই বর্ষা আর বৃষ্টিবন্দনায় বাঙালি মেতে ওঠে, নানা আয়োজন আর উদযাপনে।

সে লক্ষ্যেই নাগরিক সংস্কৃতিতে যুক্ত হয় বর্ষা উৎসব। তাতে ঋতু বৈচিত্র্যের পটপরিবর্তন স্মরণে রাখা এবং প্রকৃতিকে ভালোবাসার নিদর্শন, দুটোই প্রতিফলিত হয়।

বাঙালির নিজস্ব এই উৎসব নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনার কথাও জানান অনুষ্ঠানের আয়োজকরা।

যদিও ১২ মাসে তেরো পার্বণের এই দেশে এমন আয়োজন 'নিতান্তই নাগরিক উৎসব' তারপরও এর রয়েছে অপার এক সৌন্দর্য।