DBC News
লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের সৌরভ

লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের সৌরভ

যুক্তরাজ্যের লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০১৮ জিতেছেন বাংলাদেশের ছেলে সৌরভ দাশ। চট্টগ্রামে ভাসমান মানুষের রাত কাটানোর আলোকচিত্র তুলে তিনি হয়েছেন বিশ্বসেরা। ১৭০টি দেশের আলোকচিত্রীকে পেছনে ফেলেছেন তিনি। 

সৌরভের ছবি তোলার গল্প শুরু ২০০১ সাল থেকেই। ছবি তোলা এখন তার নেশা ও পেশা। টানা দুই মাস গভীর রাত পর্যন্ত নগরীর অলিগলি ঘুরে সৌরভ তুলে এনেছেন গৃহহীন মানুষের রাত যাপনের চিত্র। 

পেশায় আলোকচিত্রী সাংবাদিক হলেও সৌরভের আগ্রহ ডকুমেন্টারি ছবি তৈরিতে। তার মতে ছবি তোলার জন্য শুধু ভালো লেন্স বা ক্যামেরা থাকলেই হবে না তার চেয়েও বেশি প্রয়োজন নিষ্ঠা।

এর আগেও বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার আছে তার অর্জনের ঝুড়িতে। আর, নিজের তোলা ছবি নিয়ে সৌরভ যেতে চান আরও বহুদূর।