DBC News
বিশ্বব্যাংকের সঙ্গে ৭শ' মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

বিশ্বব্যাংকের সঙ্গে ৭শ' মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-পিইডিপি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৭শ' মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে।

বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাইমিয়াও ফান। 

ছয় বছরের রেয়াতসহ এ ঋণ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। ঋণের উত্তোলিত অর্থের উপর শতকরা শূন্য দশমিক সাত পাঁচ ভাগ সার্ভিস চার্জ দিতে হবে। 

ঋণচুক্তি অনুষ্ঠানে কাজী শফিকুল আযম জানান, দেশের সব শিশুর কার্যকর, সর্বব্যাপী ও সমানভাবে গুণগত শিক্ষা নিশ্চিত করাই পিইডিপি-৪ এর উদ্দেশ্য।