DBC News
২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস

২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫শ' ৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। দুপুরে বাজেট অধিবেশনে নির্দিষ্টিকরণ বিল অনুমোদনের মধ্যে দিয়েই নতুন বাজেট পাস করা হয়। এর আগে বুধবার সংশোধিত অর্থবিল অনুমোদন দেয়া হয়।

দিনের কার্যসূচির শুরুতেই প্রশ্নফাঁস, জিপিএ বিক্রিসহ নানা দুর্নীতির অভিযোগে এ খাতে ১ টাকা বরাদ্দের প্রস্তাব করেন সংসদ সদস্যরা। তাদের আনা এ ছাঁটাই প্রস্তাব অবশ্য পরে কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় আগামী অর্থবছরের জন্য ২৪ হাজার  ৮শ ৯৬ কোটি ১৭ লাখ টাকা মন্জুরে শিক্ষামন্ত্রীর দেয়া প্রস্তাব অনুমোদন দেয়া সংসদ। 

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষাখাতের দুর্নীতির বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন। জিপিএ ৫ বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানান তিনি। 

একইভাবে, স্বাস্থ্য, রেল, পরিবহনসহ বিভিন্ন খাতের প্রস্তাবিত বাজেটের ওপর বেলা আড়াইটা পর্যন্ত অনেকগুলো ছাঁটাই প্রস্তবের উপর আলোচনা হয়।  তবে সবগুলো ছাঁটাই প্রস্তাবই কন্ঠভোটে নাকচ হয়ে যায়। শেষে অর্থমন্ত্রীর নিদিষ্টকরণ বিল অনুমোদনের মধ্য দিয়েই পাস হয় নতুন অর্থবছরের বাজেট।

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

'ভারত থেকে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে '

ভারত থেকে আরো ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। সূর্যমনি-কুমিল্লা নর্থ লিংকের মাধ্যমে জি টু জি'র আওতায় এই  বিদ্যুৎ আমদানি হবে বলে জানিয়েছেন বিদ্যু...

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতীয় অংশে মালামাল ওঠানামার কাজে অতিরিক্ত অর্থ নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।   এতে বেন...