রাশিয়া বিশ্বকাপে এচই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়া। এ জয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো কলম্বিয়ার। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ যাত্রা শেষ পোলিশদের।
কাজান অ্যারেনায় খেলার ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় কলম্বিয়া। আসাধারন এক গোলে দলকে এগিয়ে দেন ইয়েরি মিনা। প্রথমার্ধের বাকি সময়টায় দু'দল আর গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণের চেষ্টা করেও গোলের দেখা পায়নি পোল্যান্ড। উল্টো ম্যাচের ৭০ মিনিটের মাথায় রাদামেল ফেলকাওয়ের গোলে ২-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। তার ঠিক ৫ মিনিট পর আবারও পোল্যান্ডের জালে বল পাঠান মিডফিল্ডার হুয়ান কদরাদো। আর এতে ৩-০ গোলের বড় ব্যাধানে জয় পায় কলম্বিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে তারা। সে ম্যাচে জয় পেলে শেষ ষোল নিশ্চিত হবে কলম্বিয়ার।