DBC News
শুরু হল রঙ্গশ্রী ভরতনাট্যম উৎসব

শুরু হল রঙ্গশ্রী ভরতনাট্যম উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে শুরু হল রঙ্গশ্রী ভরতনাট্যম উৎসব। আজ সন্ধ্যায় কল্পতরু আয়োজিত দুইদিনের এই উৎসবের উদ্বোধন করেন কলাবতী দেবী, শিবাজি ভেংকটরামন, লুবনা মরিয়ম সহ বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত নৃত্যগুরুরা।

 উপমহাদেশীয় শাস্ত্রীয় নৃত্যেকলার অন্যতম প্রধানধারা ভরতনাট্যম। ভরতনাট্যম নৃত্যের মুদ্রায় শিল্পীরা ফুটিয়ে তোলেন এই ভূখন্ডের ইতিহাস ও ঐতিহ্যের নানা বর্ণীল পরম্পরার গল্প।

ফুটিয়ে তোলেন আধ্যাত্মবাদ আর নরসিংহ অবতার, শিবতান্ডব, কৃষ্ণলীলা কিংবা বৈদিক যুগের নানা ঘটনাবলি।

উৎসবের প্রথম দিনে পাখোয়াজ আর মৃদঙ্গমের রুপক, খন্ডচম্পু তালে ভারতনাট্যম পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন শিল্পী অমিত চৌধুরী। তার নৃত্যছন্দে মুর্ত হয়ে ওঠে সৃষ্টি স্থিতি আর বিনাশের প্রতিচ্ছবি।