DBC News
বৈরুতে হাসপাতালে তিন বাংলাদেশি নারী শ্রমিক

বৈরুতে হাসপাতালে তিন বাংলাদেশি নারী শ্রমিক

স্বচ্ছলতার আশা নিয়ে প্রবাসের উদ্দেশ্যে দেশ ছাড়েন অনেকেই।  হাড়ভাঙা পরিশ্রম করে নিজের যত্ন নেয়ার সময় হয়ে ওঠে না তাদের।  অবহেলা আর অযত্নে অসুস্থ হয়ে পড়েন তারা। লেবাননে বৈরুতে রফিক হারিরি সরকারি হাসপাতাল ঘুরে দেখা মেলে এমনই তিন বাংলাদেশি নারী শ্রমিকের। 

পান্না আক্তার, মমতাজ বেগম ও ফাতেমা আক্তার।  তিনজনই ভাগ্যের চাকা ঘোরাতে বাংলাদেশ থেকে  লেবাননে আসা নারী শ্রমিক।  দেশে ফেলে আসা পরিবারের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিজের সুখ-শান্তি আর সুস্থতা বিসর্জন দিয়েই। কিন্তু এখন তারা অসুস্থ অবস্থায় ভর্তি লেবাননের বৈরুতে রফিক হারিরি সরকারি হাসপাতালে।

পান্না আক্তারের বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায়। পাঁচ বছর আগে লেবাননে আসেন।  হোঁচট খেলে পায়ে ঘাঁ হয় আর সেই ঘাঁ থেকে হয় ইনফেকশন।  অবশেষে অবস্থা খারাপ হওয়ায়, হাটু থেকে তার পা কেটে ফেলে দিতে হয়। বিদেশ এসে আজ সে পঙ্গু হয়ে পড়েছে।বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় হাসপাতেলে তার চিকিৎসা চলছে।

এদিকে, মমতাজ বেগম নামের এক নারী শ্রমিক লেবাননে এসে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাকেও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তারা জানিয়েছেন তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

আরেক নারী কর্মী ফাতেমা আক্তার, অসুস্থ হয়ে পড়লে আকামা না থাকয় হাসপাতালে চিকিৎসা নিতে পারছিলেন না। পরে তারও চিকিৎসার ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস। ডাক্তার জানিয়েছেন ফাতেমা আক্তার ক্যান্সারে ভুগছেন।  অবশ্য ফাতেমাকে এখনো তার এই অসুখের কথা জানানো হয়নি।  বাংলাদেশ দূতাবাস  তাকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান

ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে আবদুস সামাদ জানান, গত রবিবার স্থানীয় ইহলার্স ইভেন...

হাট হাজারী প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক

প্রবাসীরা দেশে রেমিট্যান্স প্রেরণ ও বিনিয়োগ করে যেভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে তাতে আগামীতেও এভাবে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট...

নুসরাত হত্যা: ৪ জনের সাক্ষ্যগ্রহণ আজ

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ আজ। অন্যদিকে,মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ...

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।  এখন সাক্ষ্য দিচ্ছেন ১৪ নম্বর সাক্ষী কাউন্সিলর শেখ আব্দুল হামিদ।  এরপর সাক্ষ্য দিবেন ১৫ নম...