DBC News
শেষ হল বিপিন সিং নৃত্য উৎসব

শেষ হল বিপিন সিং নৃত্য উৎসব

মণিপুরীনৃত্যের জাদুতে দর্শকদের মুগ্ধ করে শেষ হল বিপিন সিং নৃত্য উৎসব। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে  সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পীরা।

উপমহাদেশের লোকজ নৃত্যরীতির মধ্যে অন্যতম মণিপুরী। জনপ্রিয়তার পাশাপাশি মণিপুরীনৃত্য দিনে দিনে পেয়েছে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা।

সাধনা নৃত্যসংস্থাসহ বাংলাদেশ ও ভারতের পাঁচটি সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে মণিপুরীনৃত্যের এই উৎসবে। দুই দিনের বিপিন সিং নৃত্য উৎসবের সমাপনী দিনে স্রষ্টার উপাসনা, রাধা কৃষ্ণর প্রেমলীলা আর আর প্রকৃতি বন্দনার নানা দৃশ্যাবলী ফুটে ওঠে শিল্পীদের নৃত্যে।