কোন চুক্তি ছাড়া ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে আসলে, যুক্তরাজ্য থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেবে এয়ারবাস।
ঝুঁকি মূল্যায়নে এয়ারবাস জানায়, কোনো চুক্তিবিহীন পরিস্থিতিতে উৎপাদনে স্থগিতাবস্থা ও বিঘ্ন ঘটার ফলে সপ্তাহে ১০০ কোটি ইউরো লোকসান হতে পারে। ব্রিটেন যদি কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে আসে, তাহলে যুক্তরাজ্যে উৎপাদনে মারাত্মক বিঘ্ন ঘটবে।
উড়োজাহাজের পাখা তৈরি হয় ব্রিটেনের এমন ২৫টিরও বেশি কারখানায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এয়ারবাস।
২০১৯ সালের মার্চে ইইউ থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ২০২০ সালের ডিসেম্বর নাগাদ চলমান বাণিজ্য কর্মসূচি বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন অংশীদারিত্বের বিষয়ে একমত হওয়ার চেষ্টা চালাবে উভয় পক্ষ।