DBC News
শুরু হলো মণিপুরী নৃত্য উৎসব

শুরু হলো মণিপুরী নৃত্য উৎসব

ঢাকায় শুরু হলো দুদিনের মণিপুরী নৃত্য উৎসব। নৃত্য গুরু বিপিন সিং এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সাধনা নৃত্য সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় হচ্ছে এ উৎসব।

প্রাচ্যদেশীয় নৃত্যকলার মধ্যে অন্যতম নান্দনিক রীতি মনিপুরী নৃত্যধারা। আধ্যাত্মবাদ, জীবন, মৃত্যু, প্রেম, বিদ্রোহ, যুদ্ধ থেকে শুরু করে প্রকৃতির নানা ঘটনাপ্রবাহ উঠে আসে এই নৃত্যধারার মধ্য দিয়ে।

মণিপুরী নৃত্যধারার কিংবদন্তী শিল্পী গুরু বিপিন সিং তনয়া বিম্বাবতী  সিং ও সহশিল্পীদের নৃত্যছন্দে উচ্ছল হয়ে ওঠে শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তন।

কলাবতী দেবি, বিম্ভাবতি দেবিসহ ভারত ও বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় নৃত্যশিল্পীদের মিলনমেলায়।